সীতাকুন্ডের হাজার বছরের পুরোনো ৪ টি মন্দিরের বিগ্রহ ভাঙ্গাচুরা করা হয়েছে ।
সীতাকুন্ডের হাজার বছরের পুরোনো ৪ টি মন্দিরের বিগ্রহ ভাঙ্গাচুরা করা হয়েছে ।
সীতাকুন্ডের হাজার বছরের পৌরানিক মান্যতাপ্রাপ্ত শক্তিপীঠ বাড়বনলের উৎপত্তিস্থলে হাজার বছরের পুরোনো ৪ টি মন্দিরের বিগ্রহ ভাঙ্গাচুরা করা হয়েছে । হনুমান মন্দির এর মধ্যে গর্ত করে হনুমান মূর্তি টাকে এক জঙ্গল এর মধ্যে রেখে দেওয়া হয়, ত্রিনাথ মন্দির এর মধ্যে ত্রিনাথ ঠাকুর এর মূর্তি ছিল ঐটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, এরপর অন্নপূর্ণা বিগ্ৰহ মন্দির টি ভেঙে ফেলেছে,তারপর জগন্নাথ মন্দির এর বিগ্ৰহ ভেঙে দিয়েছে। বিভিন্ন ঠাকুর কে আঘাত করেছে।
মন্দির গুলোর নাম হলো:
১) হনুমান মন্দির
২) ত্রিনাথ মন্দির
৩) অন্নপূর্ণা মন্দির
৪) জগন্নাথ মন্দির ইত্যাদি।
এসব মন্দির গুলোর এবং মূর্তি গুলো উপর অত্যাচার করা হয় ।
Comments
Post a Comment