সরস্বতী পুজার অনুমতি দিলো না সাউথইস্ট ইউনিভার্সিটি।
সরস্বতী পুজার অনুমতি দিলো না সাউথইস্ট ইউনিভার্সিটি। হিন্দু ধর্মালম্বী সকল অনুসারীগন মনে করেন যে বিদ্যার দেবী সরস্বতী। আর এই সরস্বতী পূজা করলে বিদ্যার অর্জন করা যায় । তাইতো এই বিশ্বাস নিয়ে সকল হিন্দু সম্প্রদায়ের অনুসারীগন এই পূজা করে থাকে। যে হেতুক এই পূজা বিদ্যা অর্জন জন্য করা হয়ে থাকে, তাই ছাত্র ছাত্রীরা এই আয়োজন করে থাকে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিজেদের অর্থ দিয়ে এই পূজার আয়োজন করে থাক। সব সকল যায়গায় পূজা হলেও করতে দিচ্ছে না সাউথইস্ট ইউনিভার্সিটি। কৌশিক ভৌমিক নামে একজন ছাত্র বলেন যে বার বার আবেদন পত্র দিলেও মেলেনি কোন সমাহার। বিশ্ববিদ্যালয়ের এডভাইজর স্যার এবং রেজিষ্টার স্যার কে পূজার বিষয়টা জানানোর পর অনেক ভাবে আমাদের নানান অজুহাত দেখিয়ে ঘোড়ানো শুরু করলেন। আমরাও নাছোড়বান্দা, শেষে উনারা শর্ত দিলেন সনাতনী শিক্ষক থেকে লিখিত আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ে পূজা করার জন্য। খুবই দ্রুত ম্যানেজ করে ফেললাম ৪ জন শিক্ষককে। যথারীতি লিখিত আবেদন জমা দিলাম রেজিষ্টার স্যার বরাবর। আবেদন দেখে প্রথমেই অনেকগুলো কথা শুনালেন তিনি। তিনি যুক্তি দেখালেন বিশ্ববি