Posts

Showing posts from January, 2024

সরস্বতী পুজার অনুমতি দিলো না সাউথইস্ট ইউনিভার্সিটি।

Image
সরস্বতী  পুজার অনুমতি দিলো না সাউথইস্ট ইউনিভার্সিটি। হিন্দু ধর্মালম্বী সকল অনুসারীগন মনে করেন যে বিদ্যার দেবী সরস্বতী। আর এই সরস্বতী পূজা করলে বিদ্যার অর্জন করা যায় । তাইতো এই বিশ্বাস নিয়ে সকল হিন্দু সম্প্রদায়ের অনুসারীগন এই পূজা করে থাকে।  যে হেতুক এই পূজা বিদ্যা অর্জন জন্য করা হয়ে থাকে, তাই ছাত্র ছাত্রীরা এই আয়োজন করে থাকে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিজেদের অর্থ দিয়ে এই পূজার আয়োজন করে থাক। সব সকল যায়গায় পূজা হলেও করতে দিচ্ছে না সাউথইস্ট ইউনিভার্সিটি।  কৌশিক ভৌমিক নামে একজন ছাত্র বলেন যে বার বার আবেদন পত্র দিলেও মেলেনি কোন সমাহার। বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের এডভাইজর স‌্যার এবং রেজিষ্টার স্যার কে পূজার বিষয়টা জানানোর পর অনেক ভাবে আমাদের নানান অজুহাত দে‌খি‌য়ে ঘোড়ানো শুরু করলেন। আমরাও নাছোড়বান্দা, শে‌ষে উনারা শর্ত দিলেন সনাতনী শিক্ষক থেকে ‌লি‌খিত আবেদন করতে হবে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে পূজা করার জন‌্য। খুবই দ্রুত ম্যানেজ করে ফেললাম ৪ জন শিক্ষক‌কে।  যথা‌রী‌তি ‌লি‌খিত আবেদন জমা দিলাম রেজিষ্টার স্যার বরাবর। আবেদন দেখে প্রথ‌মেই অনেকগুলো কথা শুনা‌লেন তি‌নি।  তি‌নি যু‌ক্তি দেখা‌লেন বিশ্ব‌বি

সীতাকুন্ড চন্দ্রনাথ ধামের এখনো সেই একই চিত্র।

Image
 

বাংলাদেশের তাড়াশে একই সংখ্যালঘু হিন্দু পরিবারের তিনজনকে হ ত্যা

Image
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান—হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ঘরে তালা দিয়ে যায়। নিউজ ডেক্স :- মিরসরাই হিন্দু টিভি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারোয়ারি বটতলায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত ৩টায় মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বিকাশ সরকার (৪৬), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪২) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। নিহত বিকাশের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান—হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ঘরে তালা দিয়ে যায়। স্বজনরা খোঁজ না পেয়ে থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ভোররাত ৩টার দিকে তালা ভেঙে মেঝে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পান। তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগ করে ব্যর্থ হন। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে মরদেহ দেখতে পান। তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বল

ভারতের উত্তরাখন্ডে মাদরাসায় পড়ানো হবে রামায়ণ।

Image
 ভারতের মাদরাসাতেও রামায়ণের কাহিনী পড়ানো হবে। মাদরাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে রামায়ণ। এমনটাই জানিয়েছে উত্তরাখন্ডের ওয়াফ্ফ বোর্ড। চলতি বছরে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, তাতেই থাকবে রামায়ণ। ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডে তাদের অধীনে যে ক'টি মাদরাসা। রয়েছে, সেখানে নতুন করে সাজানো হচ্ছে সিলেবাস। রামের কাহিনী সিলেবাসে ঢোকানো হচ্ছে। তবে রাজ্যের সমস্ত মাদরাসায় ওই সিলেবাস প্রযুক্ত হতে কিছুটা সময় লাগবে। উত্তরাখণ্ডে ওয়াকফ বোর্ডের অধীনে মোট ১১৭টি মাদরাসা রয়েছে। তবে রামায়ণসহ নতুন সিলেবাস আপাতত রাজ্যের চারটি মাদরাসায় পড়ানো শুরু হচ্ছে। দেহরাদুন, হরিদ্বার, নৈনিতাল এবং উধম সিংহ নগরের মাদরাসায় প্রাথমিকভাবে রামায়ণ পড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। বাকি মাদরাসায় এই সিলেবাস চালু করা হবে কিছুদিন পর। ওয়াকফ বোর্ড জানিয়েছে, এই মুহূর্তে নতুন সিলেবাস পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক তাদের হাতে নেই। আগামী দিনে রামায়ণ পড়ানোর জন্য নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। শীঘ্রই বাকি ১১৩টি মাদরাসাতেও নতুন সিলেবাস চালু করা যাবে বলে বোর্ড আশাবাদী। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস এ প্রসঙ্গে বলেন,

দীর্ঘদিনের প্রচেষ্টায় বৌদ্ধ বিহার থেকে তিনজন রাখাইন হিন্দু অনাথ বাচ্চা দের সনাতনীদের আশ্রয় প্রত্যাবর্তন।

Image
 দীর্ঘদিনের প্রচেষ্টায় বৌদ্ধ বিহার থেকে তিনজন রাখাইন হিন্দু অনাথ বাচ্চা দের সনাতনীদের আশ্রয় প্রত্যাবর্তন। প্রসঙ্গত,একজন ঊর্ধ্বতম কর্মকর্তার সহযোগিতায় ও বৌদ্ধ বিহারের ভান্তের  সহযোগিতায় একটি বাচ্চার জন্ম থেকে পিতৃহারা ও বাকি দুই অনাথ বাচ্চাদেরকে সনাতনীদের আশ্রয় প্রত্যাবর্তন। এই মিশনটা মোটেও সহজ ছিল না।একটানা তিন দিন ফোন এবং নেটওয়ার্কের বাইরে ছিলাম।দুই রাত একদিন একটানা না খাওয়া ছিলাম, শুধু কলা মুড়ি ও ফল খেয়েছিলাম।  বর্তমানে এমন পরিস্থিতি, ফেসবুকে আর সবকিছু তুলে ধরা যায় না। এটা প্রচার করার একটাই উদ্দেশ্য, আমাদের সনাতনী সমাজের ঊর্ধ্বতর্ম ব্যক্তিরা ও বিত্তবানরা সর্বদাই নিজেদের নিয়ে ভাবে  এবং স্বজাতি নিয়ে এদের কোন ভাবনা নেই। আমাদের সাধু সন্ন্যাসীরা আছে নতুন নতুন মন্দির তৈরি করা নিয়ে ব্যস্ত,হিন্দু সংগঠনের নেতারা আছে কিভাবে নিজের সংগঠনে প্রচার প্রচারণা করা যায় এবং নিজেকে সংগঠনের নামে প্রতিষ্ঠা করা যায় ।  কিন্তু এরা ভাবে না যদি এই জাতি না থাকে তাহলে মন্দির ও সংগঠন  দিয়ে কি হবে। সংগঠন তো তাকে বলে যেটাকে সকলকে সংগঠিত করে.?? কিন্তু তার বিরুপ  দেখছি আমাদের হিন্দু সংগঠন আমাদেরকে ডিভা

জ্ঞানবাপী মসজিদের জায়গাতেও মন্দির ছিল, রায় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের

Image
জ্ঞানবাপী মসজিদের জায়গাতেও মন্দির ছিল, রায় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের।   ভারতের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদের বর্তমান কাঠামো তৈরির আগে ওই জায়গায় একটি হিন্দু মন্দির ছিল বলে এক সমীক্ষার পর জানিয়েছে দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। গত বছর জুলাই মাসে বারাণসী জেলা আদালত এএসআইকে ওই মসজিদ চত্বরে সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল। এএসআই-এর সেই রিপোর্ট বলা হয়েছে, চার মাসের জরিপ, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এ বং স্থাপত্যের অবশেষ, বৈশিষ্ট্য, নিদর্শন, শিলালিপি, শিল্প ও ভাস্কর্যের অধ্যয়নের উপর ভিত্তি করে এটা সহজেই বলা যায় বর্তমান কাঠামো নির্মাণের আগে সেখানে একটা হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল। এ বিষয়ে মুসলিম পক্ষ জানিয়েছে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে এএসআই রিপোর্টের একটি প্রতিলিপি তারা পেয়েছে। এখন আইনজীবীদের কাছে রয়েছে সেই রিপোর্ট। জ্ঞানবাপী মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদের যুগ্ম সম্পাদক এস এম ইয়াসিন বলেন, “এটা একটা রিপোর্ট, কোনও সিদ্ধান্ত নয়। প্রতিবেদনটা ৮৩৯ পৃষ্ঠার। এর সমীক্ষা ও বিশ্লেষণ করতে সময় লাগবে। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।

বাগেশ্বর ধামে আনুষ্ঠানিকভাবে ‘সনাতন ধর্মে’ ফিরে এল ৬২ টি খ্রিস্টান পরিবার ।

Image
বাগেশ্বর ধামে আনুষ্ঠানিকভাবে ‘সনাতন ধর্মে’ ফিরে এল ৬২ টি খ্রিস্টান পরিবার । রবিবার মধ্যপ্রদেশের ছতরপুরে বাগেশ্বর ধামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ধামের পীঠধীশ্বর পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীসহ হাজার হাজার ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে বুন্দেলখণ্ড এলাকার তাপ্রিয়ান, বানাপুর, চিতোরা এবং বামহাউরি প্রভৃতি গ্রাম মিলে ওই ওই ৬২ টি পরিবারকে সেখানে আনা হয়েছিল । ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তাদের সনাতন ধর্মে স্বাগত জানান । সনাতন ধর্মে ফিরে আসারা জানিয়েছেন, খ্রিস্টান মিশনারিরা তাদের বাড়ি নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল । সেই লোভে পড়েই তারা ধর্মান্তরিত হয়েছিল ।পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, ভুল সবার হয় । আমি আপনাদের সকলকে অনুরোধ করছি প্রতি শনি-মঙ্গলবার হনুমান মন্দিরে যাওয়া শুরু করুন। আমরা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নই কিন্তু সনাতন ধর্মের কট্টর অনুসারী। তিনি আরও বলেন, আমি জনপ্রিয়তা চাই না। আমরা রামচরিতমানসকে জাতীয় গ্রন্থ হিসেবে এবং ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই । প্রসঙ্গত,গত বছর ডিসেম্বরে মধ্যপ্রদেশের দামোহ শহরের বাগেশ্বর ধামে

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।

Image
শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।  সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর পক্ষ থেকে পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামের রাম ঠাকুরের মহোৎসবে ৩০ জন শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ বিতরণ অনুষ্ঠানে আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১২ আসনের জননন্দিত সংসদ সদস্য জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। উক্ত কম্বল ৩০ টি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর ফান্ডে দিয়েছেন Rubel Singha Joy (উপদেষ্টা, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন  

ভগবান শ্রী রাম চন্দ্র কী জয় #pranapratistha #ayodhyarammandir #Ayodhyatemple #ayodhyamandir

Image
ভগবান শ্রী রাম চন্দ্র কী জয় #pranapratistha #ayodhyarammandir #Ayodhyatemple #ayodhyamandir   

জ্যোতিশ্বরানন্দ জেএমসেন হলে আবির্ভাব উৎসবে মোহন্ত মহারাজ.....

Image
জ্যোতিশ্বরানন্দ জেএমসেন হলে আবির্ভাব উৎসবে মোহন্ত মহারাজ... চট্টগ্রাম নগরীর শ্রীশ্রী কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য বলেছেন, শ্রীমদ্ভগবদগীতা মানুষের স্বর্গ পাওয়ার উপায় বলেছেন। সমাজ ও দেশকে আলোকিত করতে সুদীর্ঘ ৮০ বছর নিরলসভাবে গীতা প্রচার করে গেছেন অধ্যাত্ম মহাসাধক শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ। বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তের মানুষকে তিনি গীতামুখী করার চেষ্টা করেছেন। স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ নিজেই একজন জীবন্ত গীতা। গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে। শিশু থেকে শুরু করে সবাইকে গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে, গীতাকে জানতে হবে। গতকাল ২৬ জানুয়ারি শুক্রবার রাতে শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক নগরীর জেএমসেন হলে আয়োজিত যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৫তম শুভ আবির্ভাব উৎসবের ধর্ম মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। অনুষ্ঠানের পূর্বে সকালে বেলুন উড়িয়ে ও বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞের মাধ্যমে আবির্ভাব উৎসবের উদ্বোধন করেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ ও উৎসব উদযাপন পরিষদের সভাপতি পরমহং

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা রতন কাহার

Image
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা রতন কাহার।   ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন “বড়লোকের বেটি লো” বিখ্যাত লোকশিল্পী রতন কাহার। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পদ্ম-সম্মানের তিন ক্যাটাগরি পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী খেতাব প্রাপকদের তালিকা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকার। রতন কাহার মূলত ভাদুগানের শিল্পী। ভাদুগান গেয়েই তার গানের দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল। বীরভূমের সিউড়ির বাসিন্দা তিনি। ১৯৭২ সালে তার গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়। সেসময় পারিশ্রমিক হিসাবে রতন কাহার পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার। ভাদু ছাড়াও টুসু, ঝুমুর, আলকাব গানেও খ্যাতি রয়েছে রতন কাহারের। এখনও পর্যন্ত ২৫০টি গান লিখেছেন তিনি। যার মধ্যে জনপ্রিয় “বড়লোকের বিটি লো”। যদিও বহু প্রচলিত, জনপ্রিয় রতন কাহারের একসময়ের লেখা “বড়লোকের বিটি লো” গানটি নিয়ে একসময় কম বিতর্ক হয়নি। ২০২০ সালে বলিউডের “গেন্দা ফুল” খ্যাত গায়ক, র‍্যাপার বাদশা “বড়লোকের বিটি লো” গানটি রতন কাহা

আসুন জেনে নেই আমরা সরস্বতী পূজার আগে কুল খাই না কেন???

Image
 আসুন জেনে নেই আমরা সরস্বতী পূজার আগে কুল খাই না কেন??? সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদরিকাশ্রমে তপস্যা করেছিলেন  তপস্যা শুরুর পূর্বে তার তপস্য স্থলের কাছে একটি কুল বীজ রেখে শর্ত দেয়া হলো, এই কুলবীজ অংকুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে। যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেই দিন তার তপশ্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবীকে তুষ্টকরা হবে। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন।  ধীরে ধীরে বেশ কয়েক বছর এই কুলবীজ অংকুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়, তখন ব্যাসদেব বুঝতে পারে যে, সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন ( কুল বা বরই এর আর এক নাম বদ্রী, তপস্যার সাথে বদ্রী এর সম্পর্ক থাকায় ঐ জায়গার নাম বদরিকাশ্রম নামে প্রচার হয়ে যায়)।  দিনটি ছিল শ্রীপঞ্চমীর দিন। সেদিন বেদমাতা সরস্বতী কে বদ্রী/কুল ফল নিবেদন করে অর্চণা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন। তাই সেই দিনের আগে আমরা কুল ভক্ষণ করি না। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল

গীতা স্কুল পরিচালনা পরিষদ - 𝐆𝐒𝐏𝐏 মিরসরাই শাখার আওতাধীন ৫'নং ওসমানপুর ইউনিয়ন কমিটি এর ১৩'জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

Image
চট্টগ্রাম মিরসরাই উপজেলা ৫'নং ওসমানপুর ইউনিয়ন গীতা স্কুল পরিচালনা পরিষদ - 𝐆𝐒𝐏𝐏 মিরসরাই শাখার আওতাধীন ৫'নং ওসমানপুর ইউনিয়ন কমিটি এর ১৩'জন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। আংশিক কমিটির ঘোষনা দেন- "𝐆𝐒𝐏𝐏 মিরসরাই উপজেলা শাখা"র সম্মানিত পরিচালক- শ্রী পরিমল কর্মকার মহোদয়। আরো মনে করেন GSPP মিরসরাই উপজেলা শাখার কার্যক্রম আরো গতিশীল হবে। উক্ত কমিটিতে যারা আছেন। সভাপতি:- ডা: মানিক চন্দ্র দাশ। কার্যনির্বাহী সভাপতি:- ডা প্রান নাথ। সহ সভাপতি:- শ্রী প্রতাপ চন্দ্র  নাথ। সাধারন সম্পাদক:- শ্রী জয়দেব সাহা আদিত্য যুগ্ন সাধারন সম্পাদক:- শ্রী দিবাকর কর্মকার। ডাঃ শ্রী সবুজ শর্মা। সাংগঠনিক সম্পাদক:-শ্রী বাসুদেব দাশ সহ সাংগঠনিক সম্পাদক:- শ্রী গৌপি নাথ অর্থ সম্পাদক:-শ্রী রাজু চন্দ্র নাথ সহ অর্থ সম্পাদক:- শ্রী শম্ভু কর্মকার প্রচার সম্পাদক:- শ্রী যুবরাজ দাশ সহ প্রচার সম্পাদক:- শ্রী সজীব দাশ দপ্তর সম্পাদক:- শ্রী হৃদয় দাশ  

News

Image
 
Image
 

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পটিয়া উপজেলা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত সনাতনী মেধাবৃত্তি পরীক্ষার 24 সাল ভাবে সম্পূর্ণ

Image
 বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পটিয়া উপজেলা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত সনাতনী মেধাবৃত্তি পরীক্ষার ৪০০ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ দক্ষিন জেলার আহ্বায়ক বিকাশ কান্তি দাশ। সদস্য সচিব বিকাশ চন্দ দে।  পটিয়া উপজেলার হিন্দু পরিষদের সভাপতি রাজীব সেন, সাধারণ সম্পাদক রূবেল বসু  চট্টগ্রাম মহানগর শাখার নির্বাহী  সভাপতি রনজিত দাশ। যুব পরিষদে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  উজ্জ্বল মল্লিক। ধর্মীয় বক্তা রঘু মনি    চট্টগ্রাম দক্ষিন জেলা যুব পরিষদে যুগ্ম  আহ্বায়ক সঞ্জয় তালুকদার। যুগ্ন আহ্বায়ক রাজীব দাশ। সদস্য সচিব শম্ভু নাথ।  বাগীশিক পটিয়া উপজেলা সংসদ'র সভাপতি শ্রী দেবাশীষ ধর বাপন, সাধারণ-সম্পাদক এ্যাড. সঞ্জয় দে, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী জুয়েল চৌধুরী, সাংগঠনিক-সম্পাদক শ্রী পলাশ চক্রবর্ত্তী, সহ-অর্থ সম্পাদক শ্রী বাবলা দাশ, নির্বাহী সদস্য শ্রী রিগ্যান সুত্রধর, চট্টগ্রাম দক্ষিন জেলার ছাত্র পরিষদে  সভাপতি রিপন দাশ, সহ সভাপতি হৃদয় দে, যুগ্ন সাধারণ সম্পাদক হৃদয় চক্রবর্তী। অর্থ সম্পাদক, অভিষেক চক্রবর্তী, ও  ছাত্র পরিষদ  আনোয়ারা উপজেলার সভাপতি হৃদয় গুপ্ত। তীর্থ

দিনাজপুরে পুকুর ভরাটের সময় মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Image
দিনাজপুর সদর উপজেলার সাহেবগঞ্জ এলাকায় জনৈক আহমেদ আসিফ সুজার পুকুর ভরাটের সময় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগা রেলগেট এলাকায় একটি পুকুর ভরাটের সময় মূর্তিটি পাওয়া যায়। পুলিশ জানায়, কাউগা রেলগেট এলাকায় পুকুর ভরাটের সময় ট্রাক্টরে মাটি ফেলতে গিয়ে একটি কালো মূর্তি দেখতে পায় শ্রমিকরা। সঙ্গে সঙ্গে তারা মালিক আহমেদ আসিফ সুজাকে জানায়। ঘটনাস্থলে এসে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি টিম গিয়ে মূর্তিটি উদ্ধার করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাসুদ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি পুলিশ মূর্তিটি থানায় নিয়ে যায়।

গীতার আদর্শ বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে -বক্তারা

Image
গীতার আদর্শ বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে - শংকর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশরানন্দ গিরি মহারাজের ১১৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচী নগরীর ঐতিহাসিক জে.এম সেন হলে অনুষ্ঠিত হয়। আজ ২৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে আবির্ভাব উৎসবের শুভ উদ্বোধন করেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ ও উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এ উপলক্ষে ২ দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল-গুরুপূজা, মঙ্গলারতি, সহস্র কন্ঠে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বিশ্বশান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, অখ প্রদীপ প্রজ্জ্বলন, সদস্যদের মিলন মেলা, সমাজসেবা কার্যক্রম, শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দীক্ষাদান অনুষ্ঠান, মাতৃ সম্মেলন, যুব সম্মেলন, সনাতন ধর্ম মহাসম্মেলন, সম্মাননা স্মারক প্রদানহ দুপুর-রাতে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় জেএমসেন হল প্রাঙ্গনে ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ সভাপতি শ