সরস্বতী পুজার অনুমতি দিলো না সাউথইস্ট ইউনিভার্সিটি।
সরস্বতী পুজার অনুমতি দিলো না সাউথইস্ট ইউনিভার্সিটি।
হিন্দু ধর্মালম্বী সকল অনুসারীগন মনে করেন যে বিদ্যার দেবী সরস্বতী। আর এই সরস্বতী পূজা করলে বিদ্যার অর্জন করা যায় । তাইতো এই বিশ্বাস নিয়ে সকল হিন্দু সম্প্রদায়ের অনুসারীগন এই পূজা করে থাকে।
যে হেতুক এই পূজা বিদ্যা অর্জন জন্য করা হয়ে থাকে, তাই ছাত্র ছাত্রীরা এই আয়োজন করে থাকে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিজেদের অর্থ দিয়ে এই পূজার আয়োজন করে থাক।
সব সকল যায়গায় পূজা হলেও করতে দিচ্ছে না সাউথইস্ট ইউনিভার্সিটি।
কৌশিক ভৌমিক নামে একজন ছাত্র বলেন যে বার বার আবেদন পত্র দিলেও মেলেনি কোন সমাহার। বিশ্ববিদ্যালয়ের এডভাইজর স্যার এবং রেজিষ্টার স্যার কে পূজার বিষয়টা জানানোর পর অনেক ভাবে আমাদের নানান অজুহাত দেখিয়ে ঘোড়ানো শুরু করলেন। আমরাও নাছোড়বান্দা, শেষে উনারা শর্ত দিলেন সনাতনী শিক্ষক থেকে লিখিত আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ে পূজা করার জন্য। খুবই দ্রুত ম্যানেজ করে ফেললাম ৪ জন শিক্ষককে।
যথারীতি লিখিত আবেদন জমা দিলাম রেজিষ্টার স্যার বরাবর। আবেদন দেখে প্রথমেই অনেকগুলো কথা শুনালেন তিনি।
তিনি যুক্তি দেখালেন বিশ্ববিদ্যালয়ে নাকি কখনোই কোন ধর্মীয় প্রোগ্রাম হয় না,
এই সেই আরো কতো কথা কৌশিক ভৌমিক দাবী করেন, সবই হয়, বারংবার হয়, প্রতিবছর হয়। এবং সেই অনুষ্ঠানগুলোতে সবার সাথে আনন্দের ভাগীদার হয়ে আমরাও অংশগ্রহণ করি। যদিও কখনো দেখিনি যে সেসব অনুষ্ঠানের অনুমতির জন্য এতটা দৌড়াতে হয় আর দিনশেষে জানিনা কেন আমাদের কপালেই কেবলই অবজ্ঞা প্রাপ্তি হয়।
৬ দিন হয়ে গেল স্যারদের কাছে যাচ্ছি আর ঘন্টা খানিক বসিয়ে রাখছেন তারপর ডেকে বলছেন আগামীকাল আসো। ভিসি স্যার নেই , মিটিং হয়নি, নানান বাহানা। গতকাল পরশু বললেন এটা নাকি এখন চেয়ারম্যান স্যার দেখবেন, স্যার আজ ব্যস্ত আছেন, ধর্মীয় সংখ্যালঘু সেটা আরেকবার আমাদের বুঝিয়ে দিলেন। কড়া নির্দেশ সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ে কোন পূজা করা যাবে না।
সকল ধরনের ফ্রি আমরা দিয়ে আসলে কেন আমরা পূজা করতে পারবো না।
Comments
Post a Comment