Posts

Showing posts from October, 2024

সীতাকুণ্ডের কুমিরায় ‘কুমারীকুণ্ড’ শক্তিপীঠের সন্ধান মিলেছে

Image
 কুমারীকুণ্ড বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা খালের নিকট অবস্থিত। এই কুণ্ডটি একটি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ। তন্ত্র বিষয়ক বিভিন্ন গ্রন্থে এই কুণ্ডকে কন্যাশ্রম শক্তিপীঠ হিসেবে চিহ্নিত করা হয়েছে।[১] মূল মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলেও এই কুণ্ডটি হিন্দু ভক্তদের জন্য এখনও একটি পবিত্র স্থান এবং একান্ন শক্তিপীঠের অন্যতম পীঠস্থান। ইতিহাস:-  কিংবদন্তি অনুসারে, সত্য যুগের কোনও এক সময়ে মহাদেব শিবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। কন্যা সতী (দেবী) তার ইচ্ছার বিরুদ্ধে 'যোগী' মহাদেবকে বিবাহ করায় রাজা দক্ষ ক্ষুব্ধ ছিলেন।দক্ষ রাজা মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেব-দেবীকে নিমন্ত্রণ করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। কিন্তু সতী দেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। অধিকন্তু দক্ষ মহাদেবকে অপমান করেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এ অপমান সহ্য করতে না পেরে যোগবলে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতী দেবী

'চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন' গ্রুপের উদ্যোগে গীতা স্কূল উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ।

Image
  'চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন' গ্রুপের উদ্যোগে গীতা স্কূল উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ।  নিজস্ব প্রতিবেদক  ১৮ অক্টোবর শুক্রবার সকাল ১০ঘটিকার সময় চট্টগ্রাম,আনোয়ারা,লেমুরখালী,বরুমছড়া  'চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন' গ্রুপের পক্ষ থেকে শ্রীশ্রী তপোবন সৎ গুরু সংঘের গীতা শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও স্টেন বিতরন করা হয়।  উক্ত, শ্রীমদ্ভগবদগীতা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী কুমার অধীর শীল(চকরিয়া),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের অ্যাডমিন শ্রী মুন্না কান্তি নাথ(মিরাসরায়) আরো উপস্থিত ছিলেন (সজল দাস,জয় দাস,পলি দাশ,বিজয়া দে,হৃদয় বণিক,সুব্রুত পালিত, শান্ত চক্রবর্তী সহ অনেকে। শ্রীশ্রী তপোবন সৎ গুরু সংঘের গীতা শিক্ষা কেন্দ্রের সভাপতি সমিরন দাশ ,সাধারণ সম্পাদক সধেশ দাশ  সহ সকল সদস্যবৃন্দ,এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের সকল সদস্যমন্ডলী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বলেন,শ্রীমদ্ভগবদগীতা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়,এটি সর্বশাস্ত্রময়ী উ

“আশ্বিনে রাধে-কার্তিকে খায়, ‘আশ্বিন কুমারী’র ব্রত”

Image
 কাজল কর্ম কার , ডেস্ক রিপোর্ট, মিরসরাই হিন্দু টিভি।  বারো মাসে তেরো পার্বনের দেশ বাংলাদেশ। আশ্বিন মাসের শেষদিন ও কার্তিক মাসের প্রথমদিন ঘিরে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত আছে এমন এক পার্বনের, যার নাম জলবিষুব সংক্রান্তি। মঙ্গলবার (১৮-অক্টোবর) এই পার্বন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা করছেন আশ্বিনী কুমারী ব্রত। এই ব্রত ‘ব্রতের ভাতের পূজা’ নামেও পরিচিত। সনাতনী ইতিহাস মতে, স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয় সূর্যদেব ও সংজ্ঞা’র পুত্র। অভিশাপগ্রস্ত সংজ্ঞা জগজ্জনী পার্বতীর কাছে নিজের দুর্দশা থেকে মুক্তি চাইলে পার্বতী এক মুষ্টি চাল দিয়ে তাকে বলছিলেন-আশ্বিন মাসের শেষ তারিখ পূর্বরাত্রে শেষ দিবসে রেখে এই চাল ভক্তিপূর্বক রন্ধন শেষে মহাদেবের অর্চনা করতে হবে এবং কার্তিক মাসের ১ম দিবসে সেই অন্ন ভক্ষণে মনস্কামনা পূর্ন হবে। সে নিয়মে মেনে রোগ ও অভিশাপমুক্ত হয়েছিলেন দেবী সংজ্ঞা। অশ্বিনী কুমারদ্বয় হলেন-নাস্যতা ও দস্র। ঋগ্বেদ এবং সংস্কৃত সাহিত্যে ও অশ্বিনীকুমারদ্বয়ের নাম এসেছে। মহাভারতের আদিপর্বের পৌষ্যপর্বাধ্যায়ে উপমন্যোপাখ্যানে দেব-চিকিৎসক হিসাবে তাদের ভূমিকার কথা জানা যায়। “আশ্বিনে রাঁধে, কার্তিকে খায় য

মিরসরাইযে মন্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম গঠন করলো তরঙ্গ-২৪, কেন্দ্রীয় কালী বাড়ী মন্দির পরিদর্শন

Image
  মিরসরাইযে মন্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম গঠন করলো তরঙ্গ-২৪, কেন্দ্রীয় কালী বাড়ী মন্দির পরিদর্শন ************************************************ মিরসরাই উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ২৪ টিমের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গপূজাকে কেন্দ্র করে মণ্ডপের সার্বিক নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। আজ বুধবার টিমের সদস্যরা মিরসরাই উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী জগদীশ্বরী কালী বাড়ী মন্ডপ পরিদর্শন করেন।   মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী জগদীশ্বরী কালী বাড়ী মন্দির কমিটির সভাপতি সুদর্শন রায় তরঙ্গ-২৪ টিমের দুর্গাপূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম গঠনকে সাধুবাদ জানান। এসময় তরঙ্গ-২৪ এর সভাপতি ইমরান খান ও সাধারন সম্পাদক আসিফুল ইসলাম সৈকতসহ অন্যান্য সদস্যরা পূজা মন্ডপের নিরাপত্তায় এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরঙ্গ-২৪ এর সাধারন সম্পাদক আসিফুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম নিশান, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন তুহিন, ইসমাইল হোসেন হৃদয়, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন

মিরসরাইয়ে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

Image
  আকাশে সাদা মেঘের ভেলা, শুভ্র কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে শরতের আগমন। শরতে উদযাপিত হয় সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের ঘরে ঘরে ইতোমধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আর মাত্র কয়েকদিন পরে সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এ দুর্গোৎসবকে ঘিরে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে সাঁজ-সাঁজ রব। পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে পূজারি থেকে শুরু করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরাও। আলোক সজ্জার সঙ্গে সঙ্গে মন্দিরে প্রতিমা শিল্পীরা রঙ তুলির আছড়ে যেন জীবন্ত হয়ে উঠছে সুদর্শন প্রতিমাগুলো। সবমিলিয়ে প্রতিটি এলাকাজুড়ে নেমে এসেছে মহাআনন্দের ছোঁয়া। এদিকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরের বাড়িতে আলোকসজ্জার পাশাপাশি ধনুচি নাচসহ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি বাড়িতে তৈরি করা হয় নারিকেলের নাড়ুসহ বিভিন্ন মুখরোচক খাবার। মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও স্বাড়ম্বরে শারদীয় পূজা উদযাপনের শেষ সময়ের প্রস্

মীরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের ঢেউটিন, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ

Image
 মীরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের ঢেউটিন, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ  মীরসরাই,সংবাদদাতা ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও দেওয়ানপুর গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির পক্ষ থেকে দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে সনাতন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার দেওয়ানপুর শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট মন্দিরে এসব উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের নির্বাহী সদস্য বিশ্বজিত সরকারের সভাপতিত্বে এবং প্রকৌশলী উত্তম দে মুন্না ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী সদস্য এডভোকেট উজ্জ্বল বিশ্বাস, প্রকৌশলী সৌমেন দে, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শিল্পী চৌধুরী, যুগ্ম আহবায়ক রুপা সেন গুপ্ত, সদস্য সচিব বাবুজিৎ দাশ, প্রবর্তক হরেকৃষ্ণ নামহট্ট মন্দিরের সহকারী পরিচালক সোমনাথ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম পূজা উদ্যাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, বর্তমান আহবায়ক অর্নিবান চৌধুরী রাজীব, জোরারগঞ্জ ইউনিয়ন পূজা কমিটির সভাপতি বাবুল সেন, দেওয়ানপুর গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির সাধারণ সম্পাদক চারু মুক

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

Image
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  কমল পাটোয়ারী , মীরসরাই, চট্টগ্রামঃ আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর)  বিকাল ৪টায় থানার সামনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজহার এর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই আরিফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজিব, সদস্য সচিব মোহন দে, সাবেক সভাপতি সুভাষ সরকার,  পুলিশ পরিদর্শক কানন সরকার,  মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, মীরসরাইয়ের ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৯০টি শারদীয় দুর্গাপূজা মীরসরাই থানা ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নিব্রিঘ্নে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তায় নিশ্চিত করতে কাজ করছে। এসময় যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সকলের সহযোগিতা কামনা করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ।