সীতাকুণ্ডের কুমিরায় ‘কুমারীকুণ্ড’ শক্তিপীঠের সন্ধান মিলেছে
কুমারীকুণ্ড বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা খালের নিকট অবস্থিত। এই কুণ্ডটি একটি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ। তন্ত্র বিষয়ক বিভিন্ন গ্রন্থে এই কুণ্ডকে কন্যাশ্রম শক্তিপীঠ হিসেবে চিহ্নিত করা হয়েছে।[১] মূল মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলেও এই কুণ্ডটি হিন্দু ভক্তদের জন্য এখনও একটি পবিত্র স্থান এবং একান্ন শক্তিপীঠের অন্যতম পীঠস্থান। ইতিহাস:- কিংবদন্তি অনুসারে, সত্য যুগের কোনও এক সময়ে মহাদেব শিবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। কন্যা সতী (দেবী) তার ইচ্ছার বিরুদ্ধে 'যোগী' মহাদেবকে বিবাহ করায় রাজা দক্ষ ক্ষুব্ধ ছিলেন।দক্ষ রাজা মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেব-দেবীকে নিমন্ত্রণ করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। কিন্তু সতী দেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। অধিকন্তু দক্ষ মহাদেবকে অপমান করেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এ অপমান সহ্য করতে না পেরে যোগবলে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতী দেবী