'চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন' গ্রুপের উদ্যোগে গীতা স্কূল উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ।
'চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন' গ্রুপের উদ্যোগে গীতা স্কূল উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ।
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর শুক্রবার সকাল ১০ঘটিকার সময় চট্টগ্রাম,আনোয়ারা,লেমুরখালী,বরুমছড়া 'চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন' গ্রুপের পক্ষ থেকে শ্রীশ্রী তপোবন সৎ গুরু সংঘের গীতা শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও স্টেন বিতরন করা হয়।
উক্ত, শ্রীমদ্ভগবদগীতা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী কুমার অধীর শীল(চকরিয়া),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের অ্যাডমিন শ্রী মুন্না কান্তি নাথ(মিরাসরায়) আরো উপস্থিত ছিলেন (সজল দাস,জয় দাস,পলি দাশ,বিজয়া দে,হৃদয় বণিক,সুব্রুত পালিত, শান্ত চক্রবর্তী সহ অনেকে। শ্রীশ্রী তপোবন সৎ গুরু সংঘের গীতা শিক্ষা কেন্দ্রের সভাপতি সমিরন দাশ ,সাধারণ সম্পাদক সধেশ দাশ সহ সকল সদস্যবৃন্দ,এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের সকল সদস্যমন্ডলী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বলেন,শ্রীমদ্ভগবদগীতা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়,এটি সর্বশাস্ত্রময়ী উদার মানবতার জয়গানে মুখরিত মানববিজ্ঞান।তিনি আরো বলেন, নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই।
ছবি ক্যাপশনঃ- শ্রীশ্রী লেমুরখালী তপোবন সৎ গুরু সংঘের গীতা শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও স্টেন বিতরণ কালের,,,
Comments
Post a Comment