মিরসরাইয়ে পূজা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মিরসরাইয়ে পূজা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
কমল পাটোয়ারি,মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিয়ম করেছে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, সেনা কর্মকর্তা মেজর আল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনির্বাণ চৌধুরী রাজিব, সদস্য সচিব মোহন দেসহ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
উপজলো পূজা উদযাপন কমিটির সদস্য সচিব মোহন দে বলেন, এবার মিরসরাই ৪টি প্রতিমাবিহীন পূজাসহ ৯০ মন্দিরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজায় বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মাহফুজা জেরিন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক দুই থানার কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment