Posts

Showing posts from September, 2024

মিরসরাইয়ে পূজা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Image
  মিরসরাইয়ে পূজা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।  কমল পাটোয়ারি,মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিয়ম করেছে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, সেনা কর্মকর্তা মেজর আল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনির্বাণ চৌধুরী রাজিব, সদস্য সচিব মোহন দেসহ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। উপজলো পূজা উদযাপন কমিটির সদস্য সচিব মোহন দে বলেন, এবার মিরসরাই ৪টি প্রতিমাবিহীন পূজাসহ ৯০ মন্দিরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজায় বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মাহফুজা জেরিন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালী

ফরিদপুরে মন্দিরে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর।

Image
 ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মন্দিরে নির্মাণাধীন আটটি দুর্গা প্রতিমা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদর বাজারের গুড়পট্টি এলাকার হরি মন্দিরে এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানিয়েছেন। হরি মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সাহা বলেন, “কয়েকদিন আগেই মাটির কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। আমরা দু-একদিনের মধ্যে রঙ করার প্রস্তুতি নিচ্ছিলাম। “এই মন্দিরে মোট ১৪টি প্রতিমা ছিল, এর মধ্যে আটটি প্রতিমার বিভিন্ন অংশ দুর্বৃত্তরা ভেঙে ফেলে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছেন।” ভাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, “হরি মন্দিরের কার্তিক, অর্জুন, গনেশসহ মোট আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চেয়েছি। আমরা বিশ্বাস করি, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে।” ঘটনাটি ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ওসি মোকসেদুর রহমান বলেন, “এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল জেলা পুলিশ সুপার পরিদর্শন করেছেন। প্

পুকুরে মিলল ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি

Image
  নাটোরের সিংড়ায় পুকুর থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের পাশের পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুরে একটি কষ্টি পাথরের মূর্তির কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। পরে মাটি খুঁড়ে মূর্তিটি উদ্ধার করে পানি দিয়ে পরিষ্কার করে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো. আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত কার্যক্রম শেষে মূর্তিটি আদালতে পাঠানো হবে।

আট দাবিতে চট্টগ্রামে সনাতনীদের সমাবেশ আগামী এক মাস গণসংযোগের কর্মসূচি।

Image
  আট দাবিতে চট্টগ্রামে সনাতনীদের সমাবেশ আগামী এক মাস গণসংযোগের কর্মসূচি। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দেশব্যাপী মন্দির, হিন্দুদের বাড়িঘরে হামলা, শিক্ষকদের জোর করে পদত্যাগ, খুলনায় উৎসব মন্ডলের ওপর ইি বিচারবহিভূত হামলা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা প্রদানের দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সনাতনী সমাজ-বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উত্থাপিত ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য দাবি তোলা হয় সমাবেশ থেকে। সেই সাথে ৮ দাবির সমর্থনে আগামী এক মাসব্যাপী জেলা, উপজেলা, পাড়া-মহল্লায় গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের জামালখান মোড়ে আয়োজিত সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও শহরের ওয়ার্ডগুলো থেকে সনাতনীরা অংশগ্রহণ করেন। সনাতনীরা ‘এক দফা এক দাবি ৮ দফা মানতে হবে’, ‘আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার মাটি আমার মা, এই দেশ আমরা ছাড়বো না’, ‘রক্তে আগুন লেগেছে, সনাতনীরা জেগেছে’-এমন স্লোগান দিতে থাকেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সনাতনী সমাজ-বাংলাদেশের অন্যতম মুখপত্র ও পুন্ডরীক ধামের অধ্য