সম্প্রীতির ভারত ! মুখে ‘জয় শ্রীরাম’ পায়ে হেঁটে রামমন্দির দর্শনে ৩৫০ মুসলিম ভক্ত


 মুখে ” জয় শ্রীরাম ” ধ্বনি। লক্ষ্য অযোধ‍্যায় গিয়ে রামলালাকে দর্শন করা। সেই উদ্দেশ্যেই এই শীতের মধ‍্যেই ৬ দিন ধরে পথ হেঁটে অযোধ‍্যায় পৌঁছলেন ৩৫০ জন মুসলিম। ধর্মের বাধা পেরিয়েই তাই অযোধ‍্যায় রামলালার কাছে পৌঁছলেন ৩৫০ জন মুসলিম। লখনউ থেকে পুরো পথটাই তাঁরা এসেছেন পায়ে হেঁটে। মুখে ছিল ” জয় শ্রীরাম” ধ্বনি। টানা ৬ দিন ধরে হেঁটে অবশেষে দেবতার কাছে পৌঁছেছেন তাঁরা। লখনউ থেকে অযোধ্যা। পথ নেহাত কম নয়। প্রায় ১৫০ কিলোমিটার। সঙ্গে উত্তরপ্রদেশের কড়া শীতের কামড় তো রয়েছেই। কিন্তু কোনোরকম যানবাহনে সওয়ার হননি তাঁরা। ভগবানের কাছে পৌঁছনোর জন‍্য ক‍ৃচ্ছ্রসাধন করা জরুরি, এমন বিশ্বাস তো এদেশের রন্ধে রন্ধে,। সেখানেই এক অভিনব সম্প্রীতির নজির গড়লেন এই মুসলিম ভক্তরা।

Comments

Popular posts from this blog

মানিকগঞ্জে হিন্দুদের জমি দখল করে বাড়ি নির্মাণ

ধর্ম পরিবর্তন করে বিয়ে এক মাসের মাথায় সেই স্বামীর হাতে খুন স্ত্রী!

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পটিয়া উপজেলা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত সনাতনী মেধাবৃত্তি পরীক্ষার 24 সাল ভাবে সম্পূর্ণ