মানিকগঞ্জে হিন্দুদের জমি দখল করে বাড়ি নির্মাণ
মানিকগঞ্জে হিন্দুদের জমি দখল করে বাড়ি নির্মাণ মানিকগঞ্জের সাটুরিয়ায় এক জেলে পরিবারের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন তাঁর প্রতিবেশী। জমি লিখে দিতে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী। নদীতে মাছ শিকার করে হাটবাজারে বিক্রি করে ছয় সদস্যের সংসার চলে ভবেশ রাজবংশীর। মাছ বিক্রির আয় থেকে টাকা জমিয়ে স্থানীয় টুলি বিবি রিনার কাছ থেকে ২০০৪ সালে সাড়ে ৭ শতাংশ জমি কেনেন তিনি। পরে নিজের নামে ৫ শতাংশ ও স্ত্রী রাশমনি রাজবংশীর নামে আড়াই শতাংশ জমি নামজারি করেন। সেই জমির অর্ধেকের বেশি জবরদখল করে নিয়েছেন প্রতিবেশী হোসেন আলী। ভবেশের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়নের জেলেপাড়ায়। ওই জমি উদ্ধারের জন্য গত রোববার সাটুরিয়ার ইউএনওর কার্যালয়ে হোসেন আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। জানা গেছে, হোসেন আলী ভবেশের সাড়ে ৭ শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ দখল করে নিয়েছেন। দখলের পর সেখানে তিনটি ঘর তোলেন। এ নিয়ে ইউনিয়ন পরিষদে দু’বার সালিশ হয়। সালিশে চেয়ারম্যানসহ বিচারকরা রায় দেন দখল করা জমি হোসেন আলীকে লিখে দিতে। ভবেশ জমি লিখে না দেওয়ায় তাঁকে বিভিন্ন সময় বাড়িঘর বিক্
Comments
Post a Comment