Posts

Showing posts from July, 2024

নিজ ধর্ম ত্যাগ করে চিত্রনায়ক আরফিন শুভকে করেছিলেন বিয়ে ৯ বছরের সংসার হলো বিচ্ছেদ!

Image
  ঘর ভাঙল ঢালিউড অভিনেতা আরিফিন শুভর। স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন তিনি। সামাজিক মাধ্যমে শুভ নিজেই দিয়েছেন এ খবর। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শুভ। সেখানে লিখেছেন,  ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তার পরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’ এরপর লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব। শুভ যোগ করেন, ‘অনেক চড়াই-উতরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’ অনুসারীদের উদ্দেশে শুভ লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’ সবশেষে দেশের চলমান পরিস্থিতি নিয়ে এ তারকা লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘ

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিরসরাই শাখার সম্মেলন অনুষ্ঠান সম্পুর্ন

Image
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ মিরসরাই উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ই জুলাই) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে আনন্দ র‍্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় আহবায়ক সুদর্শন রায়ের সভাপতিত্বে সদস্য সচিব আশিষ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এড,রানা দাশগুপ্ত। র‍্যালী শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, ড.ভদন্ত জীনবোধি মহাথেরো। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। অনুষ্ঠানে সম্মানিত অতিথি সহ সাংগঠনিক সম্পাদক এড,নিতাই প্রসাদ ঘোষ,সদস্য উত্তম কুমার শর্মা,চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ সভাপতি পীযুষ কান্তি নাহা,

রাজধানী মতিঝিলে ২০০ কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং ঐ জায়গায় তৈরি করা হবে মন্দির।

Image
 রাজধানী মতিঝিলে ২০০ কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং ঐ জায়গায় তৈরি করা হবে মন্দির।।  দীর্ঘদিন বেদখল হয়ে থাকা  রাজধানীর মতিঝিলের সার্কুলার রোডে ২০০ কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। শনিবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়। নির্মাণাধীন এই ভবন ভেঙে এখানে নতুন মন্দির তৈরি করা হবে। সনাতন ধর্ম মতে, দেব/দেবীর জন্য উৎসর্গ করা সম্পদকে দেবোত্তর সম্পত্তি বলে। এটি কেউ ব্যক্তিগতভাবে ভোগ করতে পারবেন না।  মন্দির কমিটি জানায়, দীর্ঘদিন এই জায়গাটি প্রভাবশালী একটি মহল দখল করে রেখেছে। পরে সরকার ও জেলা প্রশাসন বরাবর আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ এই স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। জানা যায়, নির্মাণাধীন এই ভবন ভেঙে এখানে নতুন মন্দির তৈরি করা হবে। কিছুদিন আগে এখানে আনসার ক্যাম্প ছিল। সেটি সরানোর পর প্রভাবশালী একটি মহল ক্রয়সূত্রে মালিকের ভুয়া কাগজ দেখিয়ে জায়গাটি দখল করে। পরে বিষয়টি মন্দির কমিটির নজরে এলে আবেদন করা হয়। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় এই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্র

শপথ গ্রহণ ও গীতা দান কর্মসূচি অনুষ্ঠিত।

Image
 চট্টগ্রাম মিরসরাই  আজ ১২ই জুলাই রোজ- শুক্রবার গীতা স্কুল পরিচালনা পরিষদ - 𝐆𝐒𝐏𝐏 মিরসরাই শাখার আওতাধীন ৪নং ধুম ইউনিয়ন কমিটি'র শপথ গ্রহণ ও "সূত্রধর বাড়ি দূর্গা মন্দির গীতা স্কুল" এ গীতা দান। গীতা সহযোগিতায়: শারজাহ্ গীতা সংঘ  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 𝐆𝐒𝐏𝐏 মিরসরাই উপজেলা শাখা'র  সভাপতি শ্রী অসীম সেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত): Hridoy Das  কার্যকরী সদস্য: Priash Das  এছাড়াও উপস্থিত ছিলেন-𝐆𝐒𝐏𝐏 ৪নং ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দ, উক্ত গীতা স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ। শপথ বাক্য পাঠ করান জিএসপিপি মিরসরাই উপজেলা র সন্মানিত সভাপতি শ্রী অসীম সেন মহোদয়। 

২০১১ সালের ১১ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গিয়েছিল ৪৩ শিশুসহ ৪৫ জনের প্রাণ।

Image
  ২০১১ সালের ১১ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গিয়েছিল ৪৩ শিশুসহ ৪৫ জনের প্রাণ। ২০১১ সালের ১১ জুলাই উপজেলার আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় রাস্তার পাশের ডোবায় ট্রাক পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সেদিন মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে একটি মিনি ট্রাকে গাদাগাদি করে ফিরছিল শিশুরা। নিহত শিশুদের মধ্যে ৩৪ জনই উপজেলার মায়ানী ইউনিয়নের আবু তোরাব উচ্চবিদ্যালয়ের ছাত্র। বাকিদের মধ্যে একজন ছাড়া অন্যরা মঘাদিয়া ও মায়ানী ইউনিয়নের ১১টি গ্রামের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র ছিল। কেউ মারা গেছে ঘটনাস্থলেই আবার কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পরে। এ ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে দুর্ঘটনাস্থলে ‘অন্তিম’ ও আবু তোরাব উচ্চবিদ্যালয়ের সামনে ‘আবেগ’ নামে দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে একসঙ্গে এত শিশুর মৃত্যু ঘটেনি। ওই ঘটনার পর স্বাভাবিক হতে সময় লেগেছে শিশুদের পরিবারের সদস্য এবং ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের। শোকের ধাক্কা ও ট্রমা কাটিয়ে ওঠার জন্য মনোবিদও নিয়োগ দেওয়া হয়েছিল তখন। জানতে চাইলে মায়ানী ইউনিয়নের সৌদা

মিরসরাইয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন।

Image
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হয়েছে (৭ ই জুলাই) রবিবার।  মিরসরাইয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হয়েছে (৭ ই জুলাই) রবিবার। মিরসরাইয়ে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। উপজেলার মিরসরাই পৌরসভা কালিবাড়ি প্রাঙ্গণ, ১ নং করেরহাট,  আবুতোরাব বাজারের জগন্নাথ দেবের মন্দির, মিঠাছড়া মহামায়া মন্দির, জোরারগঞ্জ বাজারে জগন্নাথ দেবের মন্দির সহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভাবে পূজা অর্চনা , রথ টানা, শোভাযাত্রা মাধ্যমে  রথযাত্রা পালিত হয়। রথযাত্রার অনুষ্ঠানে রথ টানার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার উপস্থিতিতে  পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। আগামী (১৬ জুলাই) মঙ্গলবার  উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বী