Posts

Showing posts from April, 2024

১১ নং মঘাদিয়া বণিক পাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যেগে গীতা স্কুল পরিচালনা পরিষদ - 𝐆𝐒𝐏𝐏 মিরসরাই শাখা হতে গীতা স্কুল উদ্বোধন করা হয়।

Image
  #গীতা_স্কুল_উদ্বোধন  ১১ নং মঘাদিয়া বণিক পাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যেগে গীতা স্কুল পরিচালনা পরিষদ - 𝐆𝐒𝐏𝐏 মিরসরাই শাখা হতে গীতা স্কুল উদ্বোধন করা হয়।  𝐆𝐒𝐏𝐏 এর পক্ষ হয়ে গীতা দিয়ে সহযোগিতা করেন- শারজাহ্ গীতা সংঘ।  এতে উপস্থিত ছিলেন- শ্রী মিহির নাথ যুগ্ম সাধারণ সম্পাদক  বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। শ্রী উত্তম শর্মা সাবেক ট্রাষ্টী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। শ্রী সুভাষ সরকার সভাপতি, মিরসরাই পূজা উদযাপন পরিষদ।  শ্রী পরিমল কর্মকার সভাপতি, জন্মাষ্টমী উদযাপন পরিষদ মিরসরাই।  প্রফেসর শ্রী শিমুল ভৌমিক সভাপতি, পরিবর্তন টিম।  শ্রী জুয়েল দাশ, প্রধান সমন্বয়ক শ্রী অসীম সেন, সভাপতি শ্রী সোহাগ দাস, সাংগঠনিক সম্পাদক  গীতা স্কুল পরিচালনা পরিষদমিরসরাই   শ্রী অসীম নাথ, সাধারণ সম্পাদক  𝐆𝐒𝐏𝐏 মিরসরাই- ১৩ নং ইউনিয়ন কমিটি।  আরো উপস্থিত ছিলেন,  আবুতোরাব জগন্নাথ ধামের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় এবং মঘাদিয়া বনিক পাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী মৃদুল বনিক সাধারণ সম্পাদক শ্রী জুটন বনিক সহ অত্র এলাকার গুনিজন বৃন্দ। #জয়_গীতা #জয়_শ্রীর

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন।

Image
 জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন শিব নারায়ণ দাস। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১ এর ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিব নারায়ণ দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। শিব নারায়ণ দাসের জন্ম কুমিল্লায়। তার পিতা সতীশচন্দ্র দাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা তাকে ধরে নিয়ে হত্যা করে। শিব নারায়ণ দাসের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাদের সন্তান অর্ণব আদিত্য

চট্টগ্রাম চন্দনাইশ বাসন্তী পূজায় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ।

Image
 চট্টগ্রাম চন্দনাইশ বাসন্তী পূজায় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ  মিলন বৈদ্য শুভ চট্টগ্রাম  পশ্চিম চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভা ৩নং ওয়ার্ড পশ্চিম হারলা উদয়ন সংঘ কর্তৃক পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন পরিষদের উদ্যােগে আয়োজিত শ্রীশ্রী বাসন্তী পূজা-২০২৪ ইং  উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক ও বৈদিক অনুষ্ঠানের পাশাপাশি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের উপদেষ্টা অপু দাশের পৃষ্ঠপোষকতায় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন পরিচালিত সনাতনী বিদ্যাপীঠের সৌজন্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।সেইসাথে পশ্চিম হারলা উদয়ন সংঘ কর্তৃক পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন পরিষদের পক্ষ হইতে সনাতনীদের স্বার্থে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অনবদ্য অবদান রাখায় বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।সংগঠনগুলো হল - সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, মুচকি হাসি পরিবার, কুঁড়েঘর সনাতনী পরিবার ফ্রেন্ডস লাভার সনাতনী পরিবার। সেই সাথে সনাতনী সমাজের সকল সুখ-দুঃখের তথ্য-ঘটনা প্রচার ও প্রসারে অনবদ্য ভূমিকা রাখায় সনাতন টিভি'

পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত।

Image
 পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত  মিলন বৈদ্য শুভ রাউজান চট্টগ্রাম  পশ্চিম গুজরা সার্বজনীন শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যেগে দক্ষিণ রাউজানের পাঁচশত বছরের প্রাচীনতম শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রতিটি পর্বে রেয়েছে ধর্মীয় সংগীতাঞ্জলি, নত্যানুষ্ঠান,শ্রীমদ্ভগবদ গীতা পাঠ,বিগ্রহ পূজা,মহাপ্রসাদ বিতরণ  বিভিন্ন দূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ মনোবাসনা পূর্ণতা  করার জন্য বিগ্রহ পূজা অর্চনা করেন।      অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সভাপতি মৃদুল কান্তি পারিয়াল  ক্ষেত্রপার বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌঃ জয়দীপ রায় চৌধুরী  সাধারণ সম্পাদক অসীম পারিয়াল অর্থ সম্পাদক লাভলু পারিয়াল  রাউজান জন্মাষ্টমী পরিষদের সভাপতি চনন্দ বিশ্বাস।  এতে আরো উপস্থিত ছিলেন  কাঞ্চন বিশ্বাস, নেপাল কর,উজ্জ্বল ঘোষ,রূপন বনিক,তন্ময় পারিয়াল, রানা দে,দোলন পারিয়াল,তপু পারিয়াল, রাজীব দে,রাজীব চক্রবর্ত্তী,রনজিত দাশ, সনজিত ধর,বাদল দাশ,অশোক কুমার বনিক,অনুপ ঘোষ, রিমন ভট্টাচার্য্য, বাশু দাশ,শিমুল দাশ,মিটু বিশ্বাস, অজিত পারিয়াল,