Posts

Showing posts from June, 2024

গরুর মাংস রান্না’ বিতর্কে ক্ষমা চেয়ে যা বললেন সুদীপা

Image
 গরুর মাংস রান্না’ বিতর্কে ক্ষমা চেয়ে যা বললেন সুদীপা। বাংলাদেশের একটি রান্নার শোতে এসে গরুর মাংস রান্না শিখে বিপাকে ভারতের নির্মাতা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সামাজিকমাধ্যমে ভাইরাল রান্না’র শোয়ের একটি ভিডিও। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলছে। তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এমনকি ‘জ্যান্ত পুড়িয়ে মারা’র হুমকিও শুনতে হচ্ছে তাকে। বিতর্কের মুখে পড়ে গো-মাংস রান্না নিয়ে ক্ষমাও চেয়েছেন সুদীপা। সেই প্রসঙ্গে উঠে এসেছে বাংলাদেশের অভিনেত্রী তারিনের নামও। ক্ষমা চেয়ে সুদীপা বলেন, আমি গরুর মাংস খাওয়া তো দূর-অস্ত, রান্নাও করিনি। এমনকি ছুঁইওনি। ভিডিওতে তারিনকেই মাংস রান্না করতে দেখা গিয়েছে, তবে রান্না শেষে হাতার মাধ্যমে গরুর মাংসের কোফতা পরিবেশনে তারিনকে সাহায্য করেন সুদীপা। আর সেই ভিডিও প্রকাশ হতেই দুই বাংলায় ব্যাপক তোপের মুখে পড়েছেন তারিন ও সুদীপা। শিগগিরই মানসী সিনহার সিনেমার শুটিংয়ে কলকাতায় যাবেন তারিন। তাকে সামাজিকমাধ্যমে অনেকেই হুমকি দিচ্ছেন, সেই নিয়েও উদ্বিগ্ন তারিন।এবার মুখ খুললেন তারিনও। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তারিন বলেন, কোন পর্বে, কী পদ রান্না হবে তার চিত

ইমামপুর নবজাগরণ গীতা সংঘের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান সম্পুর্ন।

Image
ইমামপুর নবজাগরণ গীতা সংঘের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান সম্পুর্ন।   চট্টগ্রাম মিরসরাই ইমামপুর নবজাগরণ গীতা সংঘের উদ্যোগে গীতা স্কুল উদ্ভধন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক গীতা শিক্ষা কমিটির সভাপতি উৎপল কুমার দে মহোদয় সাধারণ সম্পাদক উজ্জল দে চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত পৃষ্টপোষক রতন দাশ মহোদয় ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন  কার্তিক দে বাদল দাশ এবং সীতাকুণ্ড বাগীশিক গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা পঙ্কজ মন্ডল ও উপস্থিত ছিলেন বাগীশিক গীতা শিক্ষা কমিটির সদস্য গৌপি দাশ মহোদয় ও অন্যান্য নেতৃবৃন্দ  এবং সনাতনী সৎসঙ্গ কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও ইমামপুর নবজাগরণ গীতা সংঘের কমিটি সদস্যবৃন্দ সহ গ্রামের সকল নরনারী ভক্তবৃন্দ ও শিক্ষার্থীবৃ্ন্দ।