Posts

Showing posts from March, 2024

দূ্গম ভাঙামুড়ায় আগুনে পুড়লো ৪ টি বসতবাড়ি

Image
  দূ্গম ভাঙামুড়ায় আগুনে পুড়লো ৪ টি বসতবাড়ি  ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর অতি দূর্গম ৩ নং ওয়ার্ডের ভাঙা মুড়া এলাকায় আগুনে ৪ টি বসতবাড়ি পুড়ে গেছে। শনিবার (৩০ মার্চ) দুপুর ১ টা ৩৯ মিনিট এর দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে জানান ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।  শনিবার রাত ৮ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে হেডম্যান থোয়াই অং মারমা বলেন, রান্নার চুলা হতে আগুন লেগে ঐ এলাকার আলিয়ামত তঞ্চঙ্গ্যা, প্রেম কুমার তঞ্চঙ্গ্যা, পাকি জয় তঞ্চঙ্গ্যা এবং কাঞ্চন  বাবু তঞ্চঙ্গ্যার থাকার মাচাং ঘর পুড়ে ছাই হয়ে যায়।  এসময় ঘরে থাকা সোলারের ব্যাটারি, আদা হলুদ ধানের বীজ সহ নিত্য প্রয়োজনীয়  ব্যবহৃত সব কিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার মতো হতে পারে বলে হেডম্যান জানান।  এদিকে একাধিকবার কল করার পরও মোবাইল নেটওয়ার্ক দূর্বল থাকায় ঐ এলাকার ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা এবং সংরক্ষিত মহিলা সদস্য  ভানুমতি চাকমার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Image
 বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান  সম্পন্ন  মিলন বৈদ্য শুভ চট্টগ্রাম বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অভিষেক  অনুষ্ঠান,আলোচনা সভা, শপথ গ্রহণ,সম্মাননা প্রদান, নৃত্য,  মনোজ্ঞ  সাংস্কৃতিক ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালন  অনুষ্ঠান সম্পন্ন হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভ উদ্বোধক পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক  বিবিপি কেন্দ্রীয় কমিটি প্রধান  উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।  শপথ বাক্য পাঠ করান বিবিপি কেন্দ্রীয় কমিটির  সভাপতি নারায়ণ মজুমদার। প্রধান বক্তা বিবিপি কেন্দ্রীয় কমিটির  কার্যকারী সভাপতি অরুণ কান্তি মল্লিক। মহান অতিথি বিবিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ অনুপ চক্রবর্তী, বিবিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব দে শম্ভু, বিবিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাল দে,বিবিপি চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যাপক প্রদীপ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি চট্টগ্রাম  উত্তর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সঞ্জয় ঘোষ, চট্টগ্রাম উত্তর জেলা  কমিটির উপদেষ্টা অশ্রু চৌধুরী, বিবিপি হাট

টানা ৪র্থ বার মিরসরাই কেন্দ্রীয় কালী মন্দিরে ভক্ত সেবায় 𝐆𝐒𝐏𝐏

Image
 #টানা_৪র্থ_বার_মিরসরাই_কেন্দ্রীয়_কালী_মন্দিরে_ভক্ত_সেবায়_𝐆𝐒𝐏𝐏✊🚩 আজ ১৫'ই মার্চ ২৪ইং রোজ-শুক্রবার "মিরসরাই শ্রী শ্রী জগদ্বিশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরে" "হরিনাম সংকীর্তন" অনুষ্ঠানে গীতা স্কুল পরিচালনা পরিষদ - 𝐆𝐒𝐏𝐏 মিরসরাই শাখা থেকে টানা ৪র্থ বার ভক্তগণের সেবা দেওয়া হয়। এতে, 𝐆𝐒𝐏𝐏 মিরসরাই উপজেলা শাখা,  𝐆𝐒𝐏𝐏 ৫ নং ইউনিয়ন কমিটি, মিরসরাই  𝐆𝐒𝐏𝐏 ৮ নং ইউনিয়ন কমিটি, মিরসরাই  𝐆𝐒𝐏𝐏 ১০ নং ইউনিয়ন কমিটি, মিরসরাই  𝐆𝐒𝐏𝐏 ১১ নং ইউনিয়ন কমিটি, মিরসরাই  𝐆𝐒𝐏𝐏 ১৫ নং ইউনিয়ন কমিটি, মিরসরাই  এর প্রায় ৮০ জন সারথী অংশগ্রহণ করেন।